Monday, December 17, 2018
Login
Username
Password
  সদস্য না হলে... Registration করুন
কলারোয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত                

পড়াশোনা ও প্রযুক্তি


বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং মারা গেছেন
সকালের আলো প্রতিবেদক :
সময় : 2018-03-14 10:33:45

না ফেরার দেশে পদার্থ বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং। বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং মারা গেছেন। গতকাল মঙ্গলবারে যুক্তরাজ্যে তিনি মারা গেলেও আজ বুধবার তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার পরিবারের পক্ষ থেকে বুধবার সকালে এক বিবৃতি প্রকাশ করে এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়।

হকিংয়ের তিন সন্তান লুসি, রবার্ট ও টিম এক বিবৃতিতে তাদের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা অত্যন্ত দুঃখিত যে, আমাদের পিতা আজ চলে গেছেন। তিনি একজন বড় বিজ্ঞানী ও অসাধারণ মানুষ চিলেন। তার রেখে যাওয়া কর্ম বহু বছর বেঁচে থাকবে।’

হকিংকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক (স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন)।

২০০৯ সালের ১ অক্টোবর তিনি অবসরে যান। তবে এরপর তিনি কেমব্রিজের গনভিলি এবং কেয়াস কলেজের ফেলো হিসাবে কর্মরত ছিলেন।

স্টিফেন উইলিয়াম হকিং, সিএইচ, সিবিই, এফআরএস, পিএইচডি বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব। গবেষণামূলক গ্রন্থ, ‘এ ব্রিফ হিস্টোরি অব টাইম’-এর জন্য তিনি ব্যাপকভাবে সমাদৃত হন।

মোটর নিউরন রোগ এমায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা এএলএসে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অচল ছিলেন তিনি। এ রোগে ক্রমাগতভাবে অচল হওয়া সত্ত্বেও বহু বছর ধরে তিনি সাফল্যের সঙ্গে গবেষণা কার্যক্রম চালিয়ে গেছেন।

সকল মন্তব্য

মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।

সকালের আলো

Sokaler Alo

সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা

সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক

৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত

মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত

Developed by IT-SokalerAlo     hit counters Flag Counter