নয় বছর বয়সে পরিচারিকা। বারোতে যৌনপল্লীর কর্মী। তেরোয় হোমের বাসিন্দা। তারপর একুশে আইন-কলেজে পড়ার প্রস্তুতি!- এটি নিছক কোনো গল্প নয়। বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সঙ্গীতা মণ্ডলের কথা। এটি তার জীবন যুদ্ধের গল্প। ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা পত্রিকায় এই প্রতিবেদন ছাপা হয়েছে।
সঙ্গীতা মণ্ডল একা নন। তার মতো আরও অনেকের লড়াইকে স্বীকৃতি দিতেই ‘জাস্টিস ফর স্কুল’ কর্মসূচি শুরু করেছে নেদারল্যান্ডসের ‘ফ্রি আ গার্ল’ সংগঠন। কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংলাপে’র সঙ্গে যৌথ উদ্যোগে দেশের যৌনপল্লী থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসন এবং আইন-শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিন মাস ধরে খোঁজখবর নিয়ে ২০ জনের একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। এরা সকলেই পশ্চিমবঙ্গের মেয়ে, যারা একসময় যৌনপল্লিতে পাচার হয়ে গিয়েছিলেন এবং পুনর্বাসনের পর বহুদিন কেটে গেলেও আইনি বিচার পাননি।
‘জাস্টিস ফর স্কুলে’র মুম্বাইয়ের অধিকর্তা ফ্রান্সিসের কথায়, ‘দেশের সেরা ল-কলেজগুলির সঙ্গে মেয়েদের যোগাযোগ করিয়ে দিচ্ছি আমরা। ভর্তি হওয়ার প্রশিক্ষণ ও আইন পড়ার যাবতীয় খরচ এই প্রকল্প থেকেই দেওয়া হবে।
মুম্বাই থেকে ফোনে সঙ্গীতা জানান, নয় বছর বয়সে তাকে কলকাতায় পরিচারিকার কাজে দেন মা। বাড়ির নিরাপত্তারক্ষীই ভয় দেখিয়ে যৌননিগ্রহ করত। সেখান থেকে পালিয়ে তিনি দালালের খপ্পরে পড়েন। বিক্রি হয়ে যান যৌনপল্লিতে। পরে এক পুলিশি অভিযানে উদ্ধার হওয়ার পর তিনি যান পুনর্বাসন কেন্দ্রে।
১২ বছরের বালিকা জানত, মা-বাবা তাকে ঘরে নেবে না। তাই পড়াশোনা শুরু। উচ্চমাধ্যমিক পাশ করে বেহালার বিবেকানন্দ কলেজ থেকে স্নাতক। বর্তমানে আইন নিয়ে পড়ার প্রস্তুতি চলছে। সঙ্গীতার কথায়, ‘আমার জীবনটা ভাবলে দেখবেন, লড়াইটা অনেকের বিরুদ্ধে। শিশুশ্রম, নারীপাচার, নারীঅধিকার— আমার ক্ষেত্রে সব অধিকারই লঙ্ঘিত হয়েছে।’ আইনজীবী হয়ে লড়াই জেতাই এখন তার একমাত্র লক্ষ্য।
‘সংলাপে’র কর্মকর্তা তপতী ভৌমিক বলেন, ‘এই মেয়েরা কোর্টে লাইন দিয়ে প্র্যাকটিস করবে, এটা ভাবছি না! ওরা যাতে নিজেদের অধিকারটুকু অন্তত বুঝে নিতে পারে। এছাড়া, আরও অনেককে সাহায্য করতে পারবে ওরা। ’তার প্রশ্ন, মেয়েদের পুনর্বাসনে সেলাই মেশিন না বিলিয়ে আইনজীবী তৈরির কথা ভাবা হবে না কেন!
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo