ভয়ংকর অন্ধকার আকাশটা ভেঙে প্রচণ্ড বেগে ঝড় হচ্ছে...
সাথে বিদ্যুৎ এর বিরামহীন ঝলকানি
গর্জনে গর্জনে সবাইকে শাসাচ্ছে...
জানালার পাশে যেতেও এক ধরণের ভয়।
হঠাৎ ফোনটা বেজে উঠলো
সেই চেনা কণ্ঠ...
এই মেয়ে, পাগলামো করে আবার জালানার পাশে দাঁড়িয়ে থেকো না কিন্তু...
তোমার তো আবার বৃষ্টি হলেই বাইরে হাত বাড়াতে ইচ্ছে করে।
তুমি কী জানোনা, সুন্দরী মেয়ে দেখলেই বজ্র লাফিয়ে লাফিয়ে তার গায়ে পড়তে চায়?
বললাম, সেও যে তোমার মতো
খালি আমাকে পোড়াতে চায়।
ওপার থেকে আওয়াজ এলো, আমি তোমার মন পুড়াই গো...
বজ্রের মতো তোমার শরীর পোড়াবো না।
যাওতো জানালাটা লাগিয়ে দাও
লক্ষ্মী মেয়ের মতো বসে থাকো।
আহা রাগ করেনা...
সুনীলের একটি কবিতার বই হাতে নাও
প্রিয় কবিতাগুলোতে চোখ বোলাও।
এই শোন ফোন রাখো
ঝড়টা বোধহয় সেরেছে
বজ্রের ভয়ও আর নেই...
কবিতা নয় আমি জানালা খুলে ভেজা আকাশ দেখবো।
বাহ্ ঝড়ের পরে শান্ত আকাশ এত সুন্দর!
ঠিক তুমি যেমন ঝগড়ার পর বেশ কোমল হয়ে যাও।
ভেজা আকাশে ঝরঝরে রঙধনু
ভেজা মনে প্রেমের রং ও বুঝি এমন হয়।
আবার সে বলে উঠলো...
এই মেয়ে, এখন কী তুমি কবিতা লিখতে বসবে?
বললাম, ভালোবাসা আঁকবো ঐ আকাশের বুকে
আর তোমার ঠিকানায় পাঠিয়ে দেবো।
তুমি তাতে রূপ, রস, গন্ধ মিলিয়ে পদ্য - গদ্য যা ইচ্ছে করে নিও।
ফোন রাখছি কিন্তু, ভালো থেকো।
তুমিও ভালো থেকো।
এই সংবাদটি 179 বার পঠিত হয়েছে
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo