তিনি কথা দিয়েছেন, তিনি আসবেন গভীর রজনীতে;
ওহে মুখাপেক্ষী মুসাফির--- তুমি কি বেখবর, তিনি দিতে আসবেন অকাতরে!
চলো ভিখারির দল--- দয়ার ভাণ্ডার খোলা হবে নির্ঘুম রাতে;
পাপের বোঝা হালকা করো অনুতাপে, এই নিষ্পাপ নিশিথে।
আত্মাকে সমর্পণ করো পরমাত্মার কাছে, তনু-মনে ভক্তিতে সেজদায় লুটিয়ে পড়ো,,,
দেখো এসে গেছে প্রতিশ্রুত খয়রাত, সন্ধান করো স্রষ্টার রহমত।
শেষ দশ রমজানে খুঁজি তারে সাত আসমানে, নীরব নির্জনে অনুভবে আত্মোপলব্ধির সন্তাপে;
এক ভাগ্যবান রজনীতে পিপাসা মিটাই হাজার রজনীর অমৃত।
নিশ্চয়ই তিনি আসবেন--- রহমত বিলাতে কাঙ্গালি ক্ষমাপ্রার্থীর তরে, সে যে একক ভিন্ন অবিনশ্বর;
জাগ্রত ইবাদত ধ্যানে আরশের আরশিতে খুঁজে নাও অসীম দয়ার ঈশ্বর।।
এই সংবাদটি 124 বার পঠিত হয়েছে
মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।
সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন
নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা
সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক
৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত
মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত
Developed by IT-SokalerAlo