Saturday, June 23, 2018
Login
Username
Password
  সদস্য না হলে... Registration করুন
সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড                  নাইজেরিয়ার জয়ে খুশী আর্জেন্টিনা, ক্ষীণ আশা বেঁচে থাকলো                  প্রতিপক্ষ কোস্টারিকাকে ২-০ গোলে বিশ্বকাপের মতো মঞ্চে তৃতীয়বারের মতো হারালো ব্রাজিল                 স্পেনের বিরুদ্ধে ইরান জিততে পারেনি, কিন্তু বড় ধরনের লাভ হয়েছে ইরানী নারীদের                 দ্বিতীয় পর্বের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া                 এমবাপ্পের গোলেই বিশ্বকাপের নক আউটের টিকিট নিশ্চিত করল ফ্রান্স।                 রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে যাচ্ছে আর্জেন্টিনা?                  স্পেনের কাছে হেরেছে ইরান                  লুইস সুয়ারেজের গোলে বিদায় নিতে হচ্ছে এশিয়ার দেশ সৌদি-আরবকে                 মরক্কোর বিপক্ষেও ম্যাচের ৪ মিনিটে দেওয়া রোনালদোর গোলেই জিতেছে পর্তুগাল                 বিশ্বকাপে প্রথম দেশ হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক রাশিয়া                 সফরকারি অজিদের বিপক্ষে সর্বোচ্চ রানের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড                 ২-১ গোলের ব্যবধানে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে সেনেগাল                 শক্তিশালী কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়ে দুরন্ত সূচনা করলেন এশিয়ান জায়ান্ট জাপান                 পানামাকে ৩-০ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বেলজিয়াম                 জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখল ইংল্যান্ড                

খেলার সংবাদ


রোনাল্ডো এই মুহূর্তে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে তা বিশ্ব ফুটবলে আর কারও নেই
সকালের আলো প্রতিবেদক :
সময় : 2018-05-21 09:00:12

সারা বিশ্বে হয়তো এমন কোনও ফুটবলার নেই যিনি এমন ‘পারফেক্ট টেন’ চাইবেন না। রোনাল্ডো এই মুহূর্তে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে তা বিশ্ব ফুটবলে আর কারও নেই। ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতলেই রিয়াল তারকার মুকুটে যুক্ত হবে এক অনন্য পালক।
ইতিমধ্যে পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন সিআরসেভেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চারবার। ২৬ মে ইউক্রেনের কিয়েভে রোনাল্ডোর রিয়াল মুখোমুখি হবে লিভারপুলের। আর সেই মহাম্যাচে জিততে পারলেই রোনাল্ডো বিশ্ব ফুটবলে নতুন নজির সৃষ্টি করবেন। প্রথম ফুটবলার হিসাবে পাঁচবার ব্যালন ডি অর ও পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ড রোনাল্ডোর নামের পাশে লেখা থাকবে।
কেরিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ রোনাল্ডো জিতেছিলেন ম্যাঞ্চেস্টারের হয়ে। আর ২০০৮ এ ম্যাঞ্চেস্টারে থাকার সময়ই প্রথম ব্যালন ডি অর পুরস্কার জেতেন। এর পর রিয়ালে থাকাকালীন ইউরোপের বর্ষসেরা ফুটবলার হন চারবার। স্প্যানিশ জায়ান্ট-এর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনবার।  
কিয়েভে লিভারপুলেরা বিরুদ্ধে ফাইনালে নামার আগে প্রস্তুতি সেরে নিল রিয়াল। লা লিগার খেতাব আগেই জিতে ফেলেছে বার্সেলোনা। ফলে শনিবার ভিলারেলের বিরুদ্ধে ম্যাচটা রিয়ালের কাছে ছিল নেহাতই নিয়মরক্ষার। কিন্তু এই ম্যাচে নিজের সেরা দুই গোলমেশিনকে পরখ করে নিতে চেয়েছিলেন রিয়াল কোচ জিদান। ভিলারেলের বিরুদ্ধে ম্যাচ ২-২ ড্র করল রিয়াল। কিন্তু দুই তারকা জিদানকে সন্তুষ্ট রাখলেন। রোনাল্ডো ও বেল, দু`জনেই গোল পেলেন এই ম্যাচে। আর সেইসঙ্গে কিয়েভে ফাইনালের ম্যাচের মহড়াও সেরে নিলেন জিদান। 

সকল মন্তব্য

মন্তব্য দিতে চান তাহলে Login করুন, সদস্য না হলে Registration করুন।

সকালের আলো

Sokaler Alo

সম্পাদক ও প্রকাশক : এস এম আজাদ হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা আফসানা আশা

সকালের আলো মিডিয়া ও কমিউনিকেশন্স কর্তৃক

৮/৪-এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ হতে প্রকাশিত

মোবাইলঃ ০১৫৫২৫৪১২৮৮ । ০১৭১৬৪৯৩০৮৯ ইমেইলঃ newssokaleralo@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদিত

Developed by IT-SokalerAlo     hit counters Flag Counter